প্রতিবেদক হিলি, (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এরই অংশ হিসাবে আজ সকাল ৭ঃ৩০ মিনিটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯০বোতল ফেন্সিডিলসহ ছালমা খাতুন ওরফে আয়শা ও রিনা বেগম নামের দুই জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আজ ২০ জানুয়ারী (বুধবার ) সকাল ৮ঃ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল হাকিমপুর পৌরসভাধীন ধরন্দা বেইলি ব্রিজের পার্শে জনৈক জবির মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ছালমা খাতুন ওরফে আয়শা ও রিনা বেগমকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, হাকিমপুর, হিলি পৌর শহরের ধরন্দা এলাকার গোলাম রাব্বী এর স্ত্রী ছালমা খাতুন ওরফে আয়শা (২১) ও একই এলাকার সাইফুল ইসলাম এর স্ত্রী রিনা বেগম (৩৮)। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.