নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে ৪ হাজার রহিঙ্গার জন্য পিকনিক, বিশেষ ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী ৫নং ক্লাস্টারের পাশে খেলার মাঠে রহিঙ্গাদের জন্য এ বিশেষ পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে রোহিঙ্গা শিশু ও নারীদের অংশগ্রহনে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দুপুরে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী। এ মেজবানীতে থাকছে ১০ হাজার কেজি চাল ও ২৮ মন মাংস রান্না করবে চট্রগ্রাম থেকে আসা ১৫ জন্য বাবুর্চি। বিকেলে থাকছে রোহিঙ্গাদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.