নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর একলাশপুরে গৃহবধূ আবিদা সুলতানা প্রিয়ানা হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মৃত প্রিয়ানার বাবা, মা, স্বজন ও স্থানীয় লোকজন এ কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে বক্ত্যারা জানান, ২০২০ সালে প্রিয়ানাকে পার্শ্ববতী একলাশপুরে ইয়াছিন আরাফাত রুবেলের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে বর ও তার পরিবারের চাহিদা অনুযায়ী টাকাসহ নানা আসবাবপত্র দেওয়া হয়। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় নতুন বাড়ীতে যাওয়ার জন্য খরচ বাবত তারা এক লাখ টাকা চায়। চাহিদাকৃত টাকার কিছু দিলেও তারা প্রিয়ানাকে মারধর করে জখম করে। আহত প্রিয়ানাকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। ঘটনার পর তার স্বামী ও শশুর বাড়ীর লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তারা অতিদ্রুত প্রিয়ানা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.