লকডাউন মনিটরিং: নোয়াখালীতে ১৩১ মামলায়, লাখ টাকা অর্থদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ৯টি উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে ১৩১টি মামলায় ১ লাখ ৪০ হাজার ৩৯০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ এপ্রিল) দিনব্যাপী জেলার ৯টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও অর্থদন্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের প্রথম দিনেই নোয়াখালীর নয় উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন মনিটরিং কার্যক্রম আইন পরিচালনা করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এ সময় আইন অমান্যকারী বিভিন্ন ব্যবসায়ী, পরিবহনের যাত্রী, পথচারীকে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়। জেলার ৯টি উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১৩১ টি মামলায় ১ লাখ চল্লিশ হাজার তিনশত নব্বই টাকা অর্থদণ্ড করা হয় এবং জনগণের মধ্যে ১০০০ মাস্ক বিতরণ করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, জেলা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট নয় থানার পুলিশ প্রশাসন।

এসময় জেলা পুলিশ, নোয়াখালী, আনসারের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১