নোয়াখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১৮০০ পরিবারের মাঝে বসুরহাট পৌরসভার আয়োজনে এাণ বিতরণ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌরসভার বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১৮ শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, সাইফুর রহমান সোহাগ, মহিলা কাউন্সিলর মাকসুদাহ আক্তার হ্যাপি, হাছিনা আক্তার বিউটি প্রমূখ।
অপরদিকে, সকাল ৯টা ২৫ মিনিটের দিকে কাদের মির্জা তাঁর ফেইসবুক আইডিতে এক স্ট্যাটাসে তাঁর ত্রাণ বিতরণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। ফেইসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সারাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয় । তাই খেটে খাওয়া দুস্থ গরিব অসহায় ৫ হাজার পরিবারের মাঝে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পৌরসভা চত্তরে ত্রাণ বিতরণ কার্যক্রমে পুলিশ বাধাগ্রস্ত করে, আমাকে পৌর চত্তরে ত্রাণ বিতরণ করতে দেয় নাই। পরে আমি বাহিরে গিয়ে বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করি। পুলিশি এমন ঘৃণিত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক জানান, কাদের মির্জার অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে বলেছেন, তাঁর এসব অভিযোগ মন গড়া কথা। পুলিশ ত্রাণ বিতরণে কোন বাধা দেয়নি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.