নোয়াখালী প্রতিনিধি::
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ঘর বন্দি নিম্ন ও মধ্যবিত্ত্ব ১৫০টি অসহায় পরিবারকে বিভিন্ন সময় নিজ উদ্যোগে ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছে বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম রাসেল।
করোনা ভাইরাাসের প্রাদুর্ভাব শুরু থেকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরশিংহপুর গ্রামের মসজিদ বাড়ির রাসেল নামের এই ব্যাবসায়ী তার নিজ তহবিল থেকে এলাকার অসহায় হতদরিদ্র পরিবার গুলোকে এ সহায়তা করে আসছেন।
সাইফুল ইসলাম রাসেল জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়াতে দেশের এই দূর্যোগময় মহুর্তে সমাজের কিছু হতদরিদ্র মানুষকে আমি নিজ উদ্যোগে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সামন্য কিছু উপহার দিতে পেরে নিজের থেকে খুব আনন্দ লাগতেছে। আমি চেষ্টা করব আগামী দিন গুলোতেও আমার এলাকার এসকল অসহায় মানুষের জন্য কিছু একটা করতে।
উক্ত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, প্রত্যেক পরিবারের জন্য ৪কেজি চাউল, ৩কেজি আলু, ২কেজি ডাল, ১লিটার সয়াবিন তৈল, আধা কেজি খেজুর, ১ কেজি চিনি, ও ১ কেজি মুড়ি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.