নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১লাখ ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের মাউচা মার্কেট ও বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদী থেকে এই জাল আটক করা হয়।
নৌ-পুলিশ জানায়, মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের সদস্যরা। এসময় নৌ-পুলিশের সদস্যদের অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে ১ লাখ ৩০ হাজার মিটার জাল ও নৌকা আটক করে ক্যাম্পে নিয়ে আসে পুলিশের সদস্যরা। আটককৃত জালের বাজার মূল্য অনুমানিক ৩৯লাখ ২০ হাজার টাকা প্রায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে আটককৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকরাম উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.