নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ভেসে যাওয়ার সময় ৫৭ টি মহিষকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার হাতিয়ার নলচিরা ঘাটের সন্নিকটে মেঘনানদীতে ভাসমান অবস্থায় মহিষগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, অতিরিক্ত জোয়ারের পানিতে বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে আসে। বৃহস্পতিবার সকালে নদীতে স্প্রিড বোট চলাচলের সময় চালক দেখতে পায় নদীতে মহিষের একটি দল ভেসে আসছে। বিষয়টি নলচিরা ঘাটের পুলিশকে জানায়। খবর পেয়ে নলচিরা ঘাটের নৌ-পুলিশের একটি টিম নদী থেকে মহিষের দলটিকে উদ্ধার করে। এতে ছোটবড় মিলিয়ে ৫৭ টি মহিষ রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, মেঘনা নদী থেকে ৫৭ টি মহিষ উদ্ধার করার পর আমরা তথ্য যাচাই বাচাই করে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো হস্তান্তর করেছি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.