নিজেস্ব প্রতিবেদক, নোয়াখালী:
চলমান লকডাউন অমান্য করে সড়কে গাড়ি চলাচল করায় নোয়াখালীতে ৯টি মামলা ও ৩টি গাড়ি জব্দ করেছে বেগমগঞ্জ ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নোয়াখালী টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ১০টি মামলা ও এসব গাড়ি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর কামরুল হাসান।
এসময় তিনি বলেন, লকডাউন অমান্য করে যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালী টু ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন জব্দ করে ট্রাফিক পুলিশ। এর মধ্যে রয়েছে ১টি বাস, ১টি সিএনজি ও ১টি মাক্রোবাস।
উল্লেখ্য, গত সাত দিনে লক ডাউন অমান্য করে সড়কে গাড়ি চলাচল করায় বেগমগঞ্জ ট্রাফিক বিভাগ ৭০টি মামলা করেছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.