নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বসত ঘরের সামনে গাঁজা চাষ করার অপরাধে এক যুবকে আটক করেছে চর জব্বর থানা পুলিশ। আটককৃত, শেখ ফরিদ বিষু (৩৫) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্রের আবদুল মালেকের ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে তাকে উপজেলার চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম চরবাটা সেন্টার বাজার সংলগ্ন আশ্রয়ণ কেন্দ্র থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সে আশ্রয়ণ কেন্দ্রের বসত ঘরের সামনে গাঁজা চাষ করে আসছে। চাষকৃত গাঁজা এলাকায় ক্রয়-বিক্রয় করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলেদিচ্ছে সে। পরে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার থানা পুলিশ অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ গাঁজাচাষী বিষুকে গ্রেফতার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.