নোয়াখালী প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।
আধা ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সিনিয়র সাংবাদিক আবুল হাসেম, সহসভাপতি শাহ্ এমরান মোহাম্মদ সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, , মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
তবে স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে সমাবেশ করা হয়নি। তবে এ সময় সংক্ষেপে বক্তব্য রাখেন, সাংবাদিক আবু নাছের মঞ্জু। তিনি সকল সাংবাদিকদের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক কালো আইনটি বাতিলের দাবী জানান।
ভিডিও
https://youtu.be/h-bJhauFQm4
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.