নোয়াখালী প্রতিনিধিঃ
করোনা ও চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নোয়াখালী পৌরসভার বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই দিনে পৌরসভার সাড়ে ৬ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা করা হবে।
মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালী পৌরসভা চত্ত্বরে কর্মহীনদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বছর করোনার শুরু থেকে চলতি বছরের প্রত্যেকটি লকডাউনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৌর এলাকার কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যা এখনও পর্যন্ত চলমান। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, দুধ ইত্যাদি।
https://youtu.be/ld1xLq3jn6U
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.