নোয়াখালী প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) দিন ব্যাপী আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে মরহুমের মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সকালে নোয়াখালী জেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণে তার কবরে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুমের ভাতুস্পুত্র এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, জননেতা আবদুল মালেক উকিলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের করব জিয়ারত, দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া, বাধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ, মোহামেডান স্পোটিং ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের জোষ্ঠ পুত্র গোলাম মহি উদ্দিন লাতু পিতা আবদুল মালেক উকিলের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.