প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২১, ৮:২৭ অপরাহ্ণ
চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় ভিডিও দেখে ৩ জনকে গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গত শুক্রবার দুপুরে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ৩জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশারের ছেলে মিজানুর রহমান, গনিপুরের নুর নবী ।
এছাড়াও পূজা মন্ডপপ হামলার ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে ।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করি। পূজা মণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলায় ৭১জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.