নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধি ও সুষ্ঠু নির্বাচনে সকলের করণীয় স্বীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে মতবিনিময় সভায় জেলা, উপজেলা কর্মকর্তাগণ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
https://youtu.be/XicwXD4ogrQ
সকাল সাড়ে ১১টায় চৌমুহনী পৌরসভা অডিটরিয়ামে নির্বাচন সমন্বয়ক বিমলেন্দু কিশোর পালের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।
এ সময় আচরণবিধি নিয়ে প্রার্থীরা একে অপরকে দোষারপ করেন এবং সকলে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রশাসনের কর্মকর্তাগণ জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছেন তারা। কোনো অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.