বাগেরহাটের মোংলা বন্দরে কয়লা বোঝাই এম.ভি ফারদিন নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাড়বাড়িয়া ৯ নম্বর এলাকায় অবস্থানরত এমভি. এলিনাবি নামক বিদেশি জাহাজ থেকে ৬’শ টন কয়লা লোড করে ঢাকার উদ্দ্যশে ছেড়ে যাওয়ার পথে অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজের ৩ নৌযান শ্রমিক এবং এজেন্টের ২ জনসহ সর্বমোট ৫ জন নিখোঁজ রয়েছেন বলে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন নিশ্চিত করেছেন। মূলত বলগেটটি ব্যাক গিয়ারে থাকার কারণেই বিদেশী জাহাজের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন।
মোংলা বন্দর হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, ‘বলগেটটিতে ভিসিএফ এর ব্যবস্থা না থাকায় বিদেশী জাহাজ সেলিং হওয়ার বিষয়টি না জানায় এ দুর্ঘটনা ঘটে। এ ধরনের ভিএসএফ বিহিন এক হ্যাজ বিশিষ্ট জাহাজ ডিজি শিপিং থেকে বন্দরের পণ্য পরিবহন নিষিদ্ধ। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, বলগেটটি মূল চ্যানেলের বাইরে পূর্ব পাশে ডুবেছে, এতে অন্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.