Sharing is caring!

এনকে বার্তা ডেস্ক::

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ১৬০২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে রোববার দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা ছিল ১২ শতাধিক। ওই দিন মারা গিয়েছিল ১৪ জন। শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩০ তম। এই তালিকায় ১১ নম্বর অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৯৬ হাজার।

অন্যদিকে, দক্ষিণ এশিয়ার অপর দেশ নেপাল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই সফল। সেখানে প্রদুর্ভাব শুরুর দিকে দেখা গেলেও নিয়ন্ত্রণও ছিল শুরু থেকেই। এখন পর্যন্ত দেশটিতে কেবল একজন মারা গেছেন করোনাভাইরাসে।

বিশ্বে শনাক্ত হওয়া ৪৮ লাখ ৬ হাজার ২৯৭ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৩৩৩ জন।

Sharing is caring!