সামাজিক যোগোযোগ মাধ্যমে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের সর্ম্পকে অসত্য তথ্য ও ছবিবিকৃতির বিরুদ্ধে পাবনার চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ফেসবুকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সর্ম্পকে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোষ্ট ও শেয়ার দেখা যাচ্ছে। এতে করে মন্ত্রীসহ সরকার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেয়অ হয়েছে। এজাহারে ফেসবুকের বিভিন্ন লিংক উল্লেখ করা হয়েছে। যারা এধরেনের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লিইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহৃত করে আশু আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়।
এর আগে দুটি মামলা করা হয়। মামলার বাদী হলে রাজধানীর সূত্রাপুর থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সম্পাদক ওমর ফারুক শিবলু এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলী শাহ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.