প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২১, ১১:০৮ অপরাহ্ণ
কবিরহাটে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে ডিসি, এসপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সেলিম:
নোয়াখালী কবিরহাট উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, কবিরহাট, নোয়াখালীর আয়োজনে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুর ২ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তারের সভাপতিত্ত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামস এ আরেফিন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদের ৩৬, সাধারণ সদস্য পদের ২১৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ সহ মোট ৩৩৫ জন প্রতিদ্বন্দ্বীগণ উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এসময় নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের বক্তব্যে আগামী ২৬ ডিসেম্বর কবিরহাট উপজেলার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.