নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৭ হাজার মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে এ জাটকা ইলিশ মাছ গুলো জব্দ করে হাতিয়া কোস্টগার্ড।
জব্দকৃত মাছগুলো তমরদ্দি কোস্টগার্ড টার্মিনালে এনে হতদরিদ্র লোকজনও এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহাজাহান, উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস প্রমূখ।
কোস্ট গার্ড হাতিয়া দক্ষিণ জোন কমান্ডার লেফটেনেন্ট জেনারেল ইফতেখারুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়ার নলচিরা ঘাট সংলগ্ন, মেঘনা নদীতে ইঞ্জিন চালিত ট্রলার তল্লাশি করে সাত হাজার মন জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হয়। এছাড়া আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.