সংবাদ শিরোনাম ::
সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে পৌর অফিস সহকারীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ৩৭০ বার পড়া হয়েছে
প্রতিবেদক::
নোয়াখালীর সেনবাগে পৌরসভার অফিস সহকারী জয়নাল আবেদীন ফকির (৫০) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে বাবুপুর গ্রামে তার নিজ বাড়ীতে তিনি মারা যান । এ নিয়ে সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু হয়েছে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, তিনি দীর্ঘ দিন ক্যন্সার ও লিভার সিরোসিস রোগে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যাওয়ার পর ওইখানে জয়নাল আবেদীন ফকিরের নমুনা দিয়ে আসেন। গত ২৭মে বুধবার আসা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন।
আজ ৭ জুন রবিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। সকল ধরনের নিয়ম মেনে উনার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।