দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড নোয়াখালীতে, জলাবদ্ধতায় সৃস্টি জনদুর্ভোগ

- আপডেট সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় টানা বৃষ্টি হয়েছে। এতে জেলা শহরের বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলি বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহওয়া অফিস।
আরো পড়ুন: পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
জানা যায়, জেলা জজ আদালত প্রাঙ্গণ, জজকোর্ট সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, জেলা জামে মসজিদ সড়ক, হাউজিং এষ্ট্রেট, বালুর মাঠ, মাস্টার পাড়া, খন্দকার পাড়া, মধুসূদনপুর লক্ষীনারায়নপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, আবাসিক ও সড়কে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন।
আরো পড়ুন: বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, যৌথ অভিযানে গ্রেপ্তার-২
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নোয়াখালী পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সমস্যা দেখা দেয়। এতে জনদুর্ভোগ চরমে উঠে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা। শহরের নিচু এলাকার জলাধারগুলো প্রায় হারিয়ে গেছে। অপরিকল্পিত আবাসন ও দোকানপাট গড়ে তোলার ফলে বৃষ্টির পানি আর কোথাও যেতে পারেনা। যদি এখনই টেকসই ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে শহর স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে।
আরো পড়ুন: নির্মাণাধীন ভবনে গাঁথুনির কাজ করতে গিয়ে ৫তলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় নোয়াখালীতে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টি হতে পারে।
আরো পড়ুন: ভাড়া নিয়ে বিতণ্ডায় মারধরে অটোচালকের মৃত্যুর অভিযোগ
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমরা জলাবদ্ধতা নিরসনে একাধিকবার বৈঠক করেছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
এক্ষেত্রে জনগণেরও সহযোগিতা প্রয়োজন।