সব বিতর্ক-আলোচনা ছাপিয়ে বন্ধুত্বকেই বেছে নিয়েছেন বলিউডের দুই নায়িকা
- আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ২৪১৭ বার পড়া হয়েছে
ছবি: ইন্টারনেট
বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীর ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। প্রথম জন রণবীর কপূরের প্রাক্তন। দ্বিতীয় জন তাঁর বর্তমান প্রেমিকা। কিন্তু সব বিতর্ক-আলোচনা ছাপিয়ে বন্ধুত্বকেই বেছে নিয়েছেন বলিউডের দুই নায়িকা। কিন্তু জানেন কি, ক্যাটরিনার একটি স্বভাব একেবারেই সহ্য করতে পারেন না আলিয়া?
এক সাক্ষাৎকারে নিজেই সে কথা ফাঁস করেছিলেন মহেশ-কন্যা। সঙ্গী ছিলেন ক্যাটরিনাও। আলিয়া বলেছিলেন, “ক্যাটরিনার একটি স্বভাব আমার একদম ভাল লাগে না। ও খুব দেরি করে মেসেজের উত্তর দেয়।” মহেশ-কন্যার অনুযোগ, ক্যাটরিনা নিজের অনুভূতি নিয়ে কথা বলেন না। চুপ করে থাকেন।
ক্যাটরিনাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন! প্রাক্তন প্রেমিকের প্রেমিকাকে পাল্টা দিয়েছিলেন তিনিও। তাঁর কথায়, “আমি দেখতে পাই আলিয়া অনলাইন থাকে। আমার পাঠানো মেসেজ পড়ে। কিন্তু উত্তর দেয় না। ওর এই অভ্যাসও আমার ভাল লাগে না।”সূত্র-আনন্দবাজার।