ফেব্রুয়ারি মাসে ২ লাখ মেঃটন পণ্য আমদানি করছে হিলি স্হলবন্দরে
- আপডেট সময় : ০৯:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ৭৯১৮ বার পড়া হয়েছে
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
ভারত থেকে দিনাজপুরের হিলি স্হলবন্দরে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে পণ্য আমদানি হয়েছে ২ লাখ ১২ হাজার ৫০০ মেট্রিকটন। যা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা।
শনিবার (৬ মার্চ) সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি অর্থ বছরের (২০২০-২১) ফেব্রুয়ারি মাসে শুধু ভারত থেকে মোট বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ২ লাখ ১২ হাজার ৫০০ মেট্রিকটন। আর তা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা।
তিনি আরও জানান, এক মাসে চাল আমদানি হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিকটন। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। পাথর আমদানি হয়েছে ১ লাখ ৯ হাজার মেট্রিকটন। পাথর থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা। গম আমদানি হয়ছ ২১ হাজার মেট্রিকটন। তবে গমের শুল্কমুক্ত থাকায় কোন রাজস্ব আদায় হয়নি।