বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় নাম জেমি সিডন্স। আজকের সাকিব-তামিম গড়ার পেছনে জড়িয়ে এই অস্ট্রেলিয়ানের নাম। ২০০৭ সালে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এসে চার বছর দায়িত্ব পালন করেন তিনি। ১১ বছর পর আবারও বাংলাদেশে এলেন জেমি সিডন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে গত বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় ঢাকায় পা রেখেছেন প্রখ্যাত কোচ জেমি সিডন্স। নতুন করে তিনি বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হওয়ায় দল ভালো কিছু করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মাশরাফি। তিনি তার পোস্টে লেখেন, ২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনে প্রানে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম।আমি হয়তো টিমে আর আসবো না তবে তোমার জন্য শুভকামনা।তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব হয়ে উঠুক আনন্দময়।তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি।
#সামাজিক দুরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা। বাংলাদেশ ও তোমাকে ভালোবাসে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.