বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ২৩ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানদের বহনকারী বিমানটি অবতারণ করে।
শনিবার বিকেল ৫ টা ২০ মিনিটে ঢাকায় আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে আফগানদের আসার সময় পাঁচ ঘণ্টা পিছিয়ে যায়।
এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে রবিবার সকালে সিলেটের উদ্দেশে রওনা দেবেন সফরকারীরা।
দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। এরপর ২৫ ও ২৭ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর আগামী ২ মার্চ মিরপুর শের-ই-বাংলা-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। আর ৪ মার্চ দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি মুখোমুখি হবে দুই দল।
আফগানিস্তান সিরিজের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.