নোয়াখালী প্রতিনিধি:
শিক্ষা প্রতিষ্ঠানে বছরের শুরুতেই সরকারের দেওয়া পাঠ্য বইয়ের পাশাপাশি ছাত্র/ছাত্রীদের হাতে অবৈধ গাইড বই ও নোটবুক তুলে দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্টুডেন্টস্ অব নোয়াখালী (প্রাক্তন-বর্তমান) আয়োজনে বাংলাদেশ অভিভাবক পরিষদমঙ্গলবার (২২ফেব্রুয়ারী) সকাল ১০: ০০ঘটিকা নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মো: ইয়াসিন সুমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মানববন্ধন কমিটির আহবায়ক সাংবাদিক সাইফুর রহমান রাসেল, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সময় গাইডবই এর মূল্য ছিল ৫০%-৬০% কমে, বর্তমানে তা গায়ের রেটে নেয়া হচ্ছে, আর একটা পক্ষ এতে রমরমা ব্যবসা করে যাচ্ছে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের হাতে তুলে দেয়া হচ্ছে গাইড বই। তাই শিশুদের মেধা বিকাশ ঘটিয়ে শিক্ষা আঙ্গনকে আরো তরান্বিত করবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.