তপন দাস, নীলফামারী:
নীলফামারীর জলঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুইটি বিশেষ অভিযানে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ মোফাজ্জল হোসেন মেম্বার (৫৫ ) ও তার ছেলে লেলিন হাসান (২৭) এর বসত বাড়িতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ছাদের হোসেনের পুত্র মোঃ আসাদুল হক ওরফে মেসির (২৭)বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ তাদের বসতবাড়িতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
শুক্রবার (২৫ শে মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডিএনসিসির পরিদর্শক মোঃ আশরাফুল হকের নেতৃত্বে একটি টিম এসব অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে উপ পরিদর্শক মোঃ জায়েদ আল জাফরি বাদি হয়ে জলঢাকা থানায় দুইটি পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক মোঃ আশরাফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে এসব অভিযান চালিয়ে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ইউপি সদস্যসহ তার ছেলে এবং মাথাভাঙ্গার ওরফে মেসিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.