অনেক দিন ধরেই ব্রেন ক্যান্সারে ভুগছিলেন মোশাররফ হোসেন রুবেল। তিনি মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এমন অকাল প্রয়াণের পর রুবেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় দুই দিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার (১৯ এপ্রিল) ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘তার স্ত্রীর সাথে আমাদের যোগাযোগ আছে, বেশ কয়েক বছর ধরে বোর্ডের যোগাযোগ ছিল। তার ছেলেটা ছোট, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কোনো ধরনের সমর্থন প্রয়োজন হলে আমরা প্রস্তুত। আমরা চাইব তার পরিবারকে সমর্থন দিতে। এটা আমাদের দায়িত্ব, এটা তাদের প্রাপ্য।’
শুধু বিসিবির তরফ থেকে নয়, ব্যক্তিগতভাবেও রুবেলের পরিবারের পাশে থাকতে চান বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান, ‘আমরা ব্যক্তিগতভাবে বলুন আর বোর্ড হিসেবে বলুন, ওর পরিবারের সাথে আছি। যত ধরনের সহায়তায় আমরা অবশ্যই থাকব।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে সবসময় পাশে থাকব। যেকোনো প্রয়োজনে, যেকোনো দরকারে, যেকোনো সহযোগিতায় আমরা অবশ্যই পাশে থাকব।’
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে রুবেলের ব্রেনে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে ২০২০ সালে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও বছরের শেষ দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে টিকতে না পেরে পরপারে পাড়ি জমিয়েছেন রুবেল।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.