নোয়াখালী প্রতিনিধিঃ
বজ্রপাত মোকাবেলা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে রক্ষার লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর, এমপি সড়কসহ বিভিন্ন সড়কের পাশে ১০০টি তালের চারা রোপন করা হয়েছে। পরিবেশবান্ধব এ তালের চারাগুলো একদিকে যেমন বজ্রপাতে মৃত্যুরহার কমাতে ভূমিকা রাখবে ঠিক তেমনিভাবে সড়কের পাশের সৌন্দর্য বৃদ্ধি করবে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালের চারা রোপনের এ কর্মসূচীর উদ্বোধন করেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরন।
উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে এ কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলা এসএফপিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছু উদ্দিন আহমেদসহ অনেকে।
বন কর্মকর্তা বলেন, তাল গাছ যুগ যুগ ধরে বজ্রপাত রোধে অবদান রেখে আসছে। যে অঞ্চলে তাল গাছ বেশি সে অঞ্চলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও ততকম। এসব দিক বিবেচনা করে উপজেলা বন বিভাগের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে তালের চারা রোপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.