নোয়াখালী প্রতিনিধি:
মেধা বিকাশে স্কুলভিত্তিক দাবা খেলা ছড়িয়ে দিতে বাংলাদেশ দাবা ফেরারেশনের আয়োজনে 'হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার' প্রতিপাদ্যে নোয়াখালীতে শুরু হলো 'মার্কস এক্টিভ স্কুল চেস চ্যাম্পস' শীর্ষক স্কুল দলগত দাবা প্রতিযোগিতা।
মঙ্গলবার (৩০আগস্ট) সকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক বাসব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহসান উল্লাহ হুমায়ুন।
প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ৬২টি দলের ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দুদিনব্যাপী এ প্রতিযোগিতার আগামীকাল শেষ দিন বিজয়ী তিনটি দলকে পুরষ্কৃত করা হবে। প্রতিযোগিতাটি পরিচালনা করছেন আন্তর্জাতিক ফিদে দাবা বিচারক রুমানা ফেরদৌসি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.