নোয়াখালী প্রতিনিধি:
স্বাস্থ্য বিভাগের নির্দেশে সারা দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চলমান অভিযান ও নোয়াখালীতে অবস্থিত বেসরকারি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে নোয়াখালী জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছে বেসরকারি হাসপাতাল , ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন 'নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন'।
সোমবার ৫ সেপ্টেম্বর দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সদর উপজেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন আহমেদ মিঠুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ ফিরোজ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুর নবী, সাংগঠনিক সম্পাদক আকতার উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম.হান্নান জনি সহ বিভিন্ন হাসাপাতালের মালিকবৃন্দ।
বক্তারা হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নবায়নসহ বিভিন্ন সময়ে সৃষ্ট নানাবিধ সমস্যা, নোয়াখালীতে হাসপাতাল মালিকদের একাধিক সংগঠনের কার্যক্রম, সংগঠনগুলোর কার্য পরিধি জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, 'কে কোন সমিতি করে তা আমাদের দেখার বিষয় না। আমরা প্রশাসনিক বিষয়ে দেখবো। আপনার প্রতিষ্ঠান কোন সমিতির আওতাভুক্ত কিনা তা আপনাদের ব্যাপার। সে নিয়ে আমার কিছু বলার নেই। সমিতির আওতাভুক্ত হওয়া বা না হওয়ার সাথে নিবন্ধনের কোন সম্পর্ক নেই। আমি চাইবো, আপনারা সরকারি নিয়ম মেনেই প্রতিষ্ঠানের সব নিবন্ধন নবায়ন করবেন, সাধারণ মানুষকে সঠিক স্বাস্থ্য সেবা দিবেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.