কীটনাশক পানে দ্বীপ হাতিয়ায় গৃহবধূ ও এক কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
দ্বীপ হাতিয়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান, আটক ২

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে পারিবারিক কলহের জেরধরে কীটনাশক পান করে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

নিহত গৃহবধূ হাজের খাতুন (৫৫)। সে উপজেলার চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিরাজ উদ্দিনের স্ত্রী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে রাত ১১টার দিকে সে কীটনাশক পান করে।

 

অপরদিকে কাশের ঔষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত লিমা আক্তার (১২) উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামের মো. এমরানের মেয়ে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৬নং চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বাড়িতে ধান ক্ষেতে প্রয়োগ করা কীটনাশক ঔষধ পান করে ওই গৃহবধূ । পরে স্বামী ও পরিবারে লোকজন তাৎক্ষণকি তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশ মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে এবং সোমবার সকাল ৮টার দিকে লিমা কাশের ঔষুধ মনে করে ভুল করে ধান খেতে প্রয়োগ করা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্মরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১