এনকে বার্তা ডেস্ক::
বুধবার নিজেদের তৈরি প্রথম অপারেশনাল মেডিকেল রোবট উদ্বোধন করেছে ইরান। এর নাম দেয়া হয়েছে ‘কেওয়ান লাইফবট’। এই রোবটকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের আরো একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে এই রোবট তৈরি করা হয়েছে। ইরানি বিশেষজ্ঞরা এক মাসের কম সময়ে এই রোবট তৈরি করেছেন। ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য বিভাগ এর প্রয়োজনীয়তা অনুভব করে।
রোবট তৈরিতে স্টেরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চলাচলের পথের বাধা শনাক্তকরণ সেন্সর ছাড়াও রয়েছে শরীরের তাপমাত্রা ও রক্তের অক্সিজেনের স্তর পরিমাপ করার প্রযুক্তি। এই রোবটে প্রয়োজনে আরও কিছু সেন্সর যুক্ত করা যাবে।
এই মেডিক্যাল রোবট চিকিৎসক ও রোগীর মধ্যে অডিও-ভিডিও যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহন করতে পারে। এছাড়া রোবটটিতে অন্যান্য রোবট নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রাখা হয়েছে। সূত্র: পার্সটুডে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.