দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
ময়মনসিংহের কৃতি সন্তান সংগীত গুরু শ্রী সঞ্জীব দে’র স্মরণে শুরু হচ্ছে দুইদনিব্যাপী উচ্চাঙ্গ সংগীত উৎসব “সুরাঞ্জলী”। ১৩ ও ১৪ ডিসেম্বর দুই দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত উৎসব অনুষ্টিত হবে।
শিল্প ও সংস্কৃতি নগরী ময়মনসিংহে সংগীতগুরু সঞ্জীব দে স্টুডেন্টস ফোরাম এর প্রযোজনায় ও এশিয়ান মিউজিক মিউজিয়ামের নিবদনে শুদ্ধধারার সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষে এই উচ্চাঙ্গ সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।
নগরীর কাচিঁঝুলিতে অবস্থিত এশিয়ান মিউজিক গ্যারালীর হলরুমে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খেয়াল, ধ্রুপদ,ধামার,সেতার,সরোদ,বাঁশি ও তবলা লহরা পরিবেশিত হবে।
দুইদিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন স্থানের উচ্চাঙ্গ সংগীত শিল্পীরা তাদের সংগীত পরিবেশন করবেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.