অনলাইন ডেস্ক:
কানে ভীষণ যন্ত্রণায় ভুগছিলেন এক নারী। এ কারণে ঠিকমতো শুনতেও পারছিলেন না তিনি। পরে চিকিৎসকদের কাছে গিয়ে জানতে পারেন তার কানের ভেতর মাকড়শা বাসা বেঁধেছে।
ঘটনাটি গত ২০ এপ্রিল চীনের সিচুয়াং প্রদেশে ধরা পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ওই নারীর ডান কানের ভেতর কী হয়েছে তা দেখতে এন্ডোস্কোপি করেন ডাক্তার। তখনই দেখা যায়, কানের ভেতর ঘুরে বেড়াচ্ছে আস্ত একটি মাকড়শা। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, ধীরে ধীরে কানের ভেতরই জাল বুনছে !
চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে অনেকটা কানের টিস্যু কিংবা পর্দার মতো মনে হয়েছিল ওই জালকে। ফলে প্রথমে বোঝা যায়নি। পরে বিষয়টি পরিষ্কার হয়। তারপরই অতি সাবধানে কান থেকে সেই মাকড়শা এবং জালটি বের করেন চিকিৎসক।
কিন্তু কীভাবে মাকড়শা কানে নিয়েও বড় কোনো ক্ষতি হয়নি ওই নারীর- এমন প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান, ওই মাকড়শা বিষাক্ত ছিল না। তাই কানের বড় কোনো ক্ষতি করতে পারেনি। তবে বেশ ঝুঁকি নিয়েই মাকড়শাটিকে বের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.