ময়মনসিংহের গৌরীপুরে কালীপুর মধ্যম তরফে মরহুম আব্দুল শাহী শেখ এর পুকুরটি আজ কয়েকদিন যাবত টানা বৃষ্টির কারনে পানিতে পরিপূর্ণ হয়ে পাশ বর্তী বাসাগুলোর উঠোনের মেঝে পঁচা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে।
প্রতিবছরই বর্ষা মৌসুমে এ পঁচা পুকুরটির কারনে ১০/১৫ টি পরিবার ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে মহল্লাবাসীদের ভুগান্তিতে পড়তে হয়। গত বর্ষা মৌসুমে বৃষ্টি পানি ৭/৮ দিন আটকে থাকার কারনে স্থানীয় পৌর কাউন্সিলরকে বার বার তাগিদ দেওয়ার পরও কোন সমাধান না হওয়ায় অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় পাইপ ক্রয় করে কাশিনাথ চৌহানের বাসার গলিতে স্থাপন করা হয়। আজ কয়েকদিন মুসল ধারে বৃষ্টির কারনে পূর্বের অবস্থা বিরাজ করছে। এই এলাকার একজন অসহায় বাসিন্দা দিনেশ রবিদাসের ঘরের ভিতরে পানি প্রবেশ করাতে তারা স্বপরিবারে মানবেতর জীবন যাপন করছেন।
এই এলাকার বাসিন্দা নুরুজ্জামান বলেন, এ সমস্যা দীর্ঘদিনের। সরযূবালা স্কুলের সামনে থেকে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। এ ব্যাপারে পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছি।
মানিক চৌহান বলেন, ড্রেনগুলোতে আবর্জনা ফেলার কারনে ভিতর থেকে আটকে পানি চলাচল
বদ্ধ হয়ে গেছে। আরেকটু বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি ঢুকে পড়তে পারে। এ ব্যপারে তিনি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মনোহারি ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন, আমার বাসার উঠানে পঁচা ও জীবানুযুক্ত আটকে থাকা পানির গন্ধে রোগজীবাণু ছড়াতে পারে। তাই অবিলম্বে ড্রেন পরিষ্কার করা দরকার।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.