স্পোর্ট ডেস্ক:
এশিয়া কাপ খেলতে আজ (রোববার) দুপুরে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানের দল। আর দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার জানালেন এশিয়া কাপে দলের মূল লক্ষ্যের কথা।
শুরুতে যেমনটা বলছিলেন, 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।'
এর আগে সব মিলিয়ে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।
তাসকিন বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।'
বেলা ১টায় বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টাইগাররা সরাসরি চলে যাবেন শ্রীলঙ্কায়। সবাই গেলেও লিটন থেকে যাচ্ছেন দেশে। অসুস্থতার কারণেই তার এ সিদ্ধান্ত বলে জানা গেছে।
শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.