সুবর্ণচর, প্রতিনিধিঃ
সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে বাংলাদেশ সরকার অনুমোদিত আল-নাফি ট্রাভেলস এজেন্সির শাখা উদ্ধোধন করা হয়েছে। ৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টায় হারিছ চৌধুরী বাজারে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
মাওলানা মোঃ রেজোয়ানুল করিমের সঞ্চালনায় এবং শাখা ব্যবস্থাপক আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চর জুবলী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, প্রধান বক্তার বক্তব্য রাখেন, আল নাফি ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ নাজিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ডাক্তার আব্দুর রব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এম.এ কাশেম, ইউপি সদস্য মোঃ সেলিম, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন বাবুল, ,চরজুবলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, চরজুবলী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রফিক উল্যাহ বাদশা, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক রিফাত মাহমুদ চৌধুরী জিহান, মাওলানা মোজাম্মেল, মাওলানা নুরুল আমিন, হাজী ইসমাইল স্বর্ণকার, মাওলানা জয়নাল আবেদিন, হাজী সানা উল্যাহ মিয়া, ওমান প্রবাসী জাকের হোসেন, রহিম উল্যাহ, সমাজ সেবক জসিম উদ্দিন, রহুল আমিন, ইয়াকুব নবী ভুট্রু, হুমায়ুন কবির, হাফেজ গফুর আহমেদ, বায়তুশ শরফ জামে মসজিদের খতিব হাফেজ নুরুল আমিন।
বক্তারা বলেন, অনেক ট্রাভেলস এজেন্সির প্রতারণার শিকার হয়ে হজ করতে পারেন না, অনেক ট্রাভেল এজেন্সির লোকজন মক্কায় পৌঁছানোর পর হাজিদের কোন খোঁজ খবর রাখেন না, আল নাফি ট্রাভেল এজেন্সি সেসকল বিষয়গুলো মাথায় রেখে সেবা প্রদান করে যাচ্ছে সরকারি নির্ধানের চেয়েও কম খরচে হজ পালন করাতে প্রতিজ্ঞাবদ্ধ।
শাখা ব্যবস্থাপক আব্দুল হক চৌধুরী বলেন, নতুন শাখায় হজের যাবতীয় কাজ সহ পাসপোর্ট, ভিসা প্রসেসিং, টিকেট বিক্রিসহ বিদেশ গমনে সব ধরনের কাজ সম্পাদনের লক্ষে এ শাখাটি কার্যক্রম চালিয়ে যাবে, সাধারন মানুষ যাতে সুন্দর ভাবে হজ পালন করতে পারে এবং প্রতারনার শিকার না হয় সেজন্যই এ শাখাটির মূল উদ্দ্যেশ্য।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.