নোয়াখালী প্রতিনিধিঃ
দেশের স্থানীয় পর্যায়ে অত্যান্ত জনগুরুত্বপূর্ণ ও সেবাদানকারি একটি প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস। ঝরাজীর্ণ অবস্থা হলেও নজর নেই কর্তৃপক্ষের। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়নের বামনী বাজারে অবস্থিত বামনী ইউনিয়ন ভূমি অফিসে ঝুঁকিপূর্ণ একটি আধাপাঁকা ঘরে জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছে ভূমি সেবা কার্যক্রম, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই সেবা দিয়ে আসছে ভূমি অফিসের কর্মকর্তাগণ।
https://youtu.be/sEfqzT9b9Ks
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিজিটাল যোগ শেষ করে স্মার্ট বাংলাদেশে পা দেওয়া অবস্থায় ১৯৩০ খৃষ্টাব্দে তৈরি হওয়ার এমন একটি ঝুকিপূর্ণ ঘরে সেবা দেওয়াটা আসলে বেমানান। বর্তমানে ভবনটি প্রায় ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে, ভবনটি যে কোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে তাই আতংকে থাকেন সেবা নিতে আসা এই ইউনিয়নের হাজারও মানুষ।
ভূমি অফিসে সেবা নিতে আসা এলাকাবাসী অনেকেই বলেন, এখানে কোন সেবা নিতে আসলে ভয়ে ভয়ে থাকতে হয়। তাই সেবা নেওয়ার সময় পর্যন্ত প্রায় ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়। বর্তমান সরকারের সবকিছুতে আধুনিকতা ও ডিজিটাল উন্নয়নের ছোঁয়া লাগলেও এমন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখন পর্যন্ত উন্নয়নের কোন ছোঁয়াই স্পর্শ করেনি। এটি এই ইউনিয়নবাসীদের জন্য অত্যান্ত দুঃখজনক। দেশের প্রত্যান্ত গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার আগে এই ভূমি অফিসের আধুনিকায়ন করা অত্যান্ত জরুরি এবং সময়ের দাবী।
এ বিষয়ে রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভূমি অফিসটির চালার টিন গুলো উড়ে যায়, পরের দিন এটাকে কোন রকম টিন লাগিয়ে জনগণের সেবা চালু রাখার ব্যবস্থা করা হয়। তবে এই ভবনটি টেন্ডার পক্রিয়াধীন, কিন্তু এখনো টেন্ডার না হওয়াতে ভবনটির কাজ করা হচ্ছেনা।
জানতে চাইলে মুঠোফোনে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজবাহ উল আলম ভুঁইয়া বলেন, এটি তালিকায় রয়েছে, ইতোমধ্যে চরএলাহী ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ সম্পুর্ণ হয়েছে। বামনি ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রæততম সময়ে কাজ শুরু হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.