বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নরোত্তমপুর মফিজ উল্যা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ এবং অর্থ প্রদান করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির হলে লাইফ কেয়ার ইনষ্টিটিউট ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ আবু তাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মফিজউল্যা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ও ব্যবস্থাপনা পরিচালক ও হাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সাধারণ সম্পাদক আবুল হাসেম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক বাহার পাটোয়ারি, বেগমগঞ্জ পাইলট হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, মীরকাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর আহমেদ, বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মামুন উর রশিদ, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, বৃত্তি কমিটির সদস্য বাদশা আলম, মফিজ উল্যা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক শাহরাজ উদ্দিন ফিরোজ, বেগমগঞ্জ মডেল থানার এস আই মোস্তাক আহমেদ, স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিবাবক, সহ আরো অনেকে।
এই বৃত্তি পরীক্ষায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং তার মধ্যে মোট ৩০৮ জনকে বৃত্তি সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। এই সময় সেরা স্কুল ফলাফল করায় প্রধান শিক্ষকদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এরপর মফিজ উল্লাহ স্মরণে দোয়া মুনাজাত করা হয়।
অতিথিদের বক্তারা বলেন, ১৯৯২ সাল থেকে মফিজ কোম্পানি তথা মফিজ উল্লাহ এই মেধা বৃত্তি পরীক্ষা চালু করার মাধ্যমে আজও চলমান রয়েছে। ভবিষ্যতে সর্বোচ্চ ফলাফল কারী শিক্ষার্থী ও সেরা স্কুল অংশগ্রহণ, অভিবাবক, প্রধান শিক্ষকদের সম্মামনা প্রদান করা হবে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনে ডিও লেটারের মাধ্যমে স্কুলটি এমপিও ভুক্ত করা জন্য আবেদন করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.