নিজস্ব প্রতিবেদক:
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। আজ বুধবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মঙ্গলবার রাতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং হত্যার অভিযোগে একটি মামলা (নং-০১) দায়ের করা হয়। মামলায় ৩৮ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে সিআইডির উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গত সোমবার লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছিল র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.