নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ করোনায় আক্রান্ত হওয়ার দ্বিতীয় দিনের মাথায় প্রকাশ্যে ঘুরাঘুরি করছেন। এ ঘটনায়, করোনা কালীন সময়ে নোয়াখালীতে পুলিশের প্রশংসনীয় ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে ।
বুধবার (১৭ জনু) দুপুরের দিকে ওসি সোনামুড়ীর সাইমুন হত্যা মামলার আসামী ও সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের আলোকপাড়া এলাকায় হত্যাকান্ডে ব্যবহৃত টিপ ছুরি উদ্ধারে যান।
স্থানীয়দের অভিযোগ, একজন সরকারি কর্মকর্তা হয়ে করোনা কালীন সময়ে সরকারি আইন অমান্য করে করোনা আক্রান্ত হয়ে প্রকাশ্যে ঘুরাঘুরির কারণে এ উপজেলায় করোনা সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়বে। তেমনি সাধারণ জনগণও ওসির আচরণে করোনা কালীন সময়ে সরকারি আইন অমান্যে উৎসায়িত হবে।
স্থানীয় সচেতন মহলের দাবী, ওসি করোনা পজিটিভ হওয়ায় তার সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো উচিত।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমঙ্গীর হোসেন বলেন, এ ধরনের কাজ করা ঠিক হয়নি। তার আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ জানান, স্পর্শ কাতর বিষয় হওয়ায় তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানেও ওসি সাহেব অসুস্থ। এ জন্য ওসির মুঠোফোন রিসিভ করে তিনি কথা বলছেন। উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৫ জুন) ওসির করোনা পজিটিভ রিপোর্ট আসে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.