নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালীর পৌরসভার ২নং ফতেপুর আলী হায়দার মাষ্টার বাড়ি থেকে রাতের আধারে গরুর খামার ঘরের লোহার দরজা ভেঙ্গে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। যাহার বর্তমান বাজার মূল্য রয়েছে তিন লক্ষ ষাইট হাজার টাকা।
এ ঘটানায় সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছে খামার মালিক তৌহিদ আলম চৌধুরী।
এামলার এজহার সুত্রে জানা যায়, গত ২৮ জুন রবিবার দিবাগত রাত ১১টার দিকে প্রতিদিনের মত খামারের গরু গুলোকে খাওয়ার খাওয়ানোর পর ঘরের লোহার তৈরী দরজায় আগের ন্যায় মজবুত তালা লাগিয়ে নিজেরা রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় সক্রিয় গরুচোর চক্র তার ঘরের দরজায় ব্যাবহৃত তালা ও দরজা ভেঙ্গে খামারে থাকা ছোট বড় ৭টি গরু থেকে বড় ৩টি গরু নিয়ে যায়।
ভোর ৬টার দিকে খামার মালিক তৌহিদ আলম প্রতিদিনের মত ঘুম থেকে উঠে গরুর পরিচর্চা করতে গিয়ে দরজা ও তালা ভাঙ্গা অবস্থায় দেখে ভিতরে গিয়ে দেখেন তার বড় তিনটি গরু চুরি হয়েছে। পরে খামারী আশ-পাশের লোকজনকে জানানোর পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন মুঠোফোনে জানান, গরু চুরির ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.