নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে লুন্ঠিত মুঠোফোনসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক।
তিনি বলেন, গত (২৪ জুলাই) ভোর রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিরাজ ডাক্তারের বাড়িতে ডাকাতির ঘটনায় সোমবার (৩ আগস্ট) ভোর রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে ৪টি লুন্ঠিত মুঠোফোনসহ আটক করে পুলিশ।
পরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত, এক ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে । এর আগে, এ ঘটনায় আরও একজন ডাকাতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আবু তাহের (২৪), বাহাদুর (৪০), কোহিনুর (৩৫)।
উল্লেখ্য, ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টিনসেট ঘরের ভেড়া কেটে নগদ ৮১ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৮লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.