নোয়াখালী প্রতিনিধিঃ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু রাখায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দু’টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের আবাসিক থেকে বাড়ীতে পাঠিয়ে দিয়েছেন।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালানোর অপরাধে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ২০হাজার টাকা অর্থদণ্ড। একই অপরাধে কামরুজ্জামান স্কুল এ্যান্ড কলেজকে ৫০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে দু’টি বিদ্যালয়ের আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা অমান্য করে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করায় তাদের এ জরিমানা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.