নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে সাগর মোহনায় দু’টি ইলিশ মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা ট্রলারে থাকা মাছও মোবাইলসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিঝুমদ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ডাকাতির ঘটনা ঘটে।
ফখরুল মাঝি জানান, ডাকাতরা তাদেরকে বেধড়ক মারধর করে। নৌকায় থাকা ১০ মণ মাছ, ২৫০ লিটার ডিজেল, ১১টি মোবাইল ফোন, ইঞ্জিনের সেল ও অন্যান্য মালামালসহ আনুমানিক ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রাজিব মাঝির ট্রলারেও একই কায়দায় হামলা করে যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া দুই ট্রলারের মালামাল প্রায় দশ লাখ টাকা বলে দাবি করেন ভুক্তভোগী মাঝিরা ।
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, আমরা মৌখিক ভাবে দু’টি ট্রলারে ডাকাতির বিষয়ে অবহিত হয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.