নোয়াখালী প্রতিনিধিঃ
শান্তির দূত মহত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট কার্যালয় সভাকক্ষে মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে নোভেল করোনা ভাইরাসের মধ্যে বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলে এ জন্মজয়ন্তী পালন করা হয়।
এ উপলক্ষ্যে গান্ধী আশ্রম ট্রাষ্টের নির্বাহী পরিচালক রাহা নবকুমারের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পালের সঞ্চালনায় ‘মানবতার কল্যানে মহাত্মা গান্ধী’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এনআরডিএস (নোয়াখালী রুরাল ডেভেলমেন্ট সোসাইটি) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন, প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, এসো গড়ি উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.