প্রতিনিবেদক, হিলি, দিনাজপুর:
সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উৎযাপন উপলক্ষে আজ থেকে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।
এদিকে বন্দর দিয়ে বানিজ্য বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন পোর্ট কর্তৃপক্ষ।
পাশাপাশি মহামারি করোনার কারনে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ থাকায় এবারের প্রতিমা দর্শনার্থীদের দু’দেশে যাতায়াত বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েসনের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। এবং আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে যথারিতি কার্যক্রম আবারও শুরু হবে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের মিডিয়া উয়িং সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দু’দেশের মধ্যে বানিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.