নোয়াখালী প্রতিনিধি :
বৃহত্তর নোয়াখালীর ‘‘গণ-মানুষের কণ্ঠস্বর’’ দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকা ১৭ পেরিয়ে প্রকাশনার ১৮ বছরে পদার্পণ করেছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাফে আড্ডায় এক আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সচিত্র নোয়াখালীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় দৈনিক সচিত্র নোয়াখালীর প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম হারুনের সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, সাপ্তাহিক নোয়াখালী’র সম্পাদক মীর মোশাররফ হোসেন মীরন, দৈনিক মানব জমিন’র স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, এটিএন বাংলা ও এটিএন নিউজ’র নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেন, এনটিভি নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাসের মঞ্জু, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মো. মিজানুর রহমান, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, জাতীয় নিশান সম্পাদক ইয়াকুব নবী ইমন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদের নোয়াখালী জেলা প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার ক্লাব, নোয়াখালী জেলা শাখার যুগ্ম সম্পাদক, ইমাম উদ্দিন আজাদ, এন-রাশ নির্বাহী পরিচালক আবুল হাসেম, হাতিয়া কণ্ঠ সম্পাদক এম দিলদার উদ্দিন, দৈনিক জনজমিন সম্পাদক হুমায়ুন কবির, নিউজ টোয়েন্টিফোর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, বাংলাদেশ রিপোটার্স ক্লাব নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ ইদ্রিছ মিয়া, চ্যানেল টুয়েন্টিফোর নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিক, ডিবিসির নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই’র নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, বিজয় টিভির নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল, সংবাদ সংলাপ.কম এর বার্তা সম্পাদক মো. সালেহ উদ্দিন সবুজ প্রমুখ ।
দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃহত্তর নোয়াখালীর গণ মানুষের কথা দীর্ঘ দেড় যুগে পত্রিকায় প্রকাশের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাকে অব্যাহত রাখার পথে নানা বিপত্তি ও বিচ্যুতির চিত্র তুলে ধরে বৃহত্তর নোয়াখালীর শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক সচিত্র নোয়াখালী একটি মাইল ফলকের স্থান দখল করেছে। নানা বাধা বিপত্তি ও প্রতিকুলতার সত্তে¡ও বিগত দিনে অসংখ্য সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ডের গুরুত্বপূর্ণ সংবাদ জনগণের কাছে তুলে ধরেছেন, আগামী দিনেও সেই অভিন্ন সাহসিকতার প্রত্যয় নিয়ে গণমাধ্যমের উপর অর্পিত দায়বোধ থেকে যথাযথ দায়িত্ব পালন করে যাবেন বলে আমরা বিশ্বাস করি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2024 Nk Barta 24. All rights reserved.